Junaid Hassan

স্মার্টফোনের পরে কী

0



১৫ বছর আগে স্টিভ জবস তিনটি নতুন পণ্যের ঘোষণা দিয়েছিলেন। একটি ছিল মিউজিক প্লেয়ার, একটি মোবাইল ফোন ও আরেকটি ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের যন্ত্র। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তখনকার প্রধান স্টিভ জবস যখন নতুন পণ্যের বিষয়টি দর্শকদের সামনে হাজির করলেন, লোকজন তখন চমকে গেল। দর্শকেরা ধীরে ধীরে যখন বুঝতে পারলেন স্টিভ জবসের ঘোষণা দেওয়া তিনটি পণ্য আসলে মাত্র একটি পণ্য; আর সে পণ্যটি হলো আইফোন। দর্শকের করতালি আর স্টিভ জবসের হাত ধরে ঘুরে গেল স্মার্টফোনের জগৎ। নতুন প্রযুক্তির যুগ শুরু হলো। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন