Junaid Hassan

চাঁদের দেখা

0


 ইদের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জয়গান ছড়িয়ে পড়ে। আলিঙ্গনের আনন্দে সমস্ত কালিমা ভুলে মানুষ মেতে ওঠেন নতুন জীবনবোধে। এদিকে, তার মাঝে 'ইদের চাঁদ' হিসাবে পছন্দের মানুষটিকে যাঁরা দেখেন তাঁরাও সেই প্রেমিকাকে ইদের বিশেষ শুভেচ্ছা পাঠাতে ব্যস্ত হয়ে পড়েন। আর এই সমস্ত শুভেচ্ছা বার্তা যদি হয় শায়রির মাধ্যমে বা কোনও বাংলা লাইনে তাহলে কেমন হয়? দেখে নেওয়া যাক, ইদের শুভেচ্ছা বার্তার কিছু সেরা শায়রি ও কবিতা

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন